ছবি - সংগৃহীত
১৪টি এজেন্ডা। প্রতিটির আবার শাখা-প্রশাখাও আছে। এই যেমন স্ট্যান্ডিং কমিটিগুলোর ইনচার্জদের বলা হয়েছে কী কী করা হয়েছে এবং কী কী করতে চায় তার একটি নকশা উপস্থাপন করতে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেছিলেন পরিকল্পনা উপস্থাপনের মধ্যমে।
বিসিবি স্ট্যান্ডিং কমিটিগুলোকে সেই থেকে এই নিয়মে চলতে হচ্ছে। বুলবুলের বোর্ডে পরিচালকরাও নিজেদের কার্যক্রম তুলে ধরেন এই করপোরেট নিয়মে। বিপিএল গভর্নিং কাউন্সিলের আজকের সভায় বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট চূড়ান্ত করার ক্ষেত্রেও এ নিয়ম অনুসরণ করা হতে পারে।
বিপিএলের বর্তমান গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দিয়ে দেশের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগটি পরিচালনা করা হবে। সেভাবে বিজ্ঞাপন দিয়ে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে পরিকল্পনা উপস্থাপন করতে বলা হয়েছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আর্থিক মডেল জমা দিতে বলা হয়েছিল। ৪ আগস্ট সে প্রক্রিয়া সম্পন্ন করে আজ শনিবার পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হবে। পাঁচ কোম্পানি থেকে একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবে বোর্ড। আজকের সভায় নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ আয়োজন, সিএফও নিয়োগে প্রার্থীর তালিকা সংক্ষিপ্ত করা, পিচ কিউরেটর অ্যানথনি টমি হেমিংয়ের নিয়োগ অনুমোদন করা হবে সভায়।



