Logo
Logo
×

খেলা

নতুন চুলের সাজে জোড়া গোল নেইমারের

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম

নতুন চুলের সাজে জোড়া গোল নেইমারের

ছবি - সংগৃহীত

চুলের স্টাইল বদলানো কিংবা পায়ের জাদু দেখানো, দুই দিক দিয়েই মাঠে ও মাঠের বাইরে আলোচনায় থাকেন নেইমার। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন হেয়ারস্টাইলে নজর কেড়েছেন, আর মাঠে ফিরেই উপহার দিয়েছেন জোড়া গোল।

আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন কিছুদিন আগে। তবে ফেরার পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এবার চোট কাটিয়ে ফিরেই ঝলক দেখালেন। মঙ্গলবার ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে এনে দিলেন ৩-১ গোলের জয়। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম জোড়া গোল পেলেন নেইমার। সবশেষ বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ৫-১ গোলের জয়ে করেছিলেন জোড়া গোল।

ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন নেইমার। এরপর ৩৯ মিনিটে আলভারো ব্যারেলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সান্তোস। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে উইলকার অ্যাঞ্জেলের হেডে এক গোল শোধ করে জুভেন্টুদ। দ্বিতীয়ার্ধে সান্তোস কিছুটা ছন্দ হারালেও নেইমার ছিলেন আত্মবিশ্বাসী। ৮০ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচ খেলেছেন। আর প্রায় দুই বছর পর আবারও এক ম্যাচে পেলেন জোড়া গোলের স্বাদমাঠে ফিরেই এমন পারফরম্যান্সে সমর্থকদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পুরনো নেইমারের আভাস

জয়ের পর ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেন ৩৩ বছর বয়সি এ ফরোয়ার্ড। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি ও ১০ সেপ্টেম্বর এল আলতোয় বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এ দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিল সেপ্টেম্বরেই শেষবারের মতো বাছাইপর্বে মাঠে নামবে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন