Logo
Logo
×

খেলা

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ আসবেন ৭ আগস্ট

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:৪৫ পিএম

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ আসবেন ৭ আগস্ট

ছবি - ইংল্যান্ড থেকে ৭ আগস্ট আসবেন জুলিয়ান উড

এবারের এশিয়া কাপের সব ম্যাচই হবে আরব আমিরাতের দুটি স্টেডিয়ামে- দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। দুটি ভেন্যুই ব্যাটিংসহায়ক। এর মধ্যে বাংলাদেশের সব খেলা হবে আবুধাবিতে। তুলনামূলক এই ভেন্যু্টি ব্যাটারদের জন্য আরও বেশি সহায়ক।

যে কারণে ভালো কিছু করে দেখাতে গেলে ব্যাটিংয়ে নিখুঁত প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। সেই অনুভূতি থেকেই নতুন পাওয়ার হিটিং কোচ নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেটরা যাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে পারেন, সেজন্যই বিসিবির এই উদ্যোগ।

লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমদের পাওয়ার হিটিং শেখাতে আগামী ৭ আগস্ট ইংল্যান্ড থেকে বাংলাদেশে উড়ে আসবেন জুলিয়ান উড। ইংল্যান্ডের জাতীয় দলে কখনো না খেললেও ভারতীয় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে কাজের অভিজ্ঞতা আছে তার। পাশাপাশি বিপিএল চট্টগ্রামের হয়েও কাজ করেছেন উড।

এশিয়া কাপের আগে নেদাল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের আগেই কোচিং স্টাফ, ট্রেনার ও পাওয়ার হিটিং কোচ দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফরা এখন ছুটিতে আছেন। ছুটি শেষ করে হেড কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফরা আগামী ১০ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন।

ট্রেনার বাংলাদেশ শিবিরে যোগ দেবেন আগামীকাল মঙ্গলবার। পরদিন ঢাকায় শুরু হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। এরপর ১২ কিংবা ১৩ আগস্ট সিলেটে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন