মিরপুরের উইকেট লো স্কোরিং বানাতে বলা হয়নি : বিসিবি
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০১:২৪ পিএম
ছবি - মিরপুরের উইকেট পরিদর্শনে বিসিবি সভাপতি বুলবুল
পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সম্প্রতি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে বাংলাদেশ। জিতেছে ২-১ ব্যবধানে। কিন্তু উইকেটে ভালো না হওয়ায় জিতেও খুব একটা খুশি হতে পারেননি জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে জানান, এই জয় আসন্ন এশিয়া কাপ বা আগামী বছরের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপে কতটা কাজে লাগবে নিশ্চিত নন তিনি।
পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের হেড কোচ মাইক হেসন তো রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, আন্তর্জাতিক মানের নয় মিরপুরের উইকেট। দলটির অধিনায়ক সালমান আঘাও সিরিজ শেষে জানান, এই সিরিজ খেলে তাদের ক্ষতি বৈ লাভ হয়নি।
বিষয়টি নিয়ে শুক্রবার বিসিবি জানিয়েছে, তারা মিরপুরের উইকেটে বল ধীর ও নিচু হয়ে আসে কিংবা লো স্কোরির ম্যাচ হয় এমন কোন নির্দেশনা দেননি। মিরপুরের উইকেট সন্তোসজনক নয় বলেও মন্তব্য করেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ‘আমার মনে হয়, উইকেট স্পোর্টিং বানানোর চেষ্টা ছিল, কিন্তু তারা পারেননি। এর দায় বা দায়িত্ব যারা উইকেট বানানোর দায়িত্বে ছিলেন তাদের। কারণ, আমাদের বা বোর্ডের দিক থেকে কখনো উইকেট নিচু ও ধীর বানানোর কোনো নির্দেশনা ছিল না। খেয়াল করে দেখেছি, একটু ব্যাটিং বান্ধব, বাউন্সি উইকেট বানাতে বলা হলেও তা অনেক সময় সম্ভব হয় না। এটা সম্ভবত মাটির ধরন, এখানকার আবহাওয়া বা বেশি ম্যাচ খেলার কারণে হয়ে থাকে।’
নাজমুল আবেদীন সামনে উইকেট ভালো করার দিকে জোর দেন। তিনি জানান, হয় মাটি সরিয়ে ফেলতে হবে। অথবা উইকেট প্রস্তুতের পদ্ধতি বদলাতে হবে, ‘সর্বোপরী, মিরপুরের উইকেট সন্তোসজনক নয়, এটা মানতেই হবে। হয়, মাটি বদলে ফেলতে হবে। নয় তো পদ্ধতি বদলাতে হবে। আমি মনে করি, সামনে কিছু বদল আসবে এবং আমরা ভালো উইকেট পাব।’



