Logo
Logo
×

খেলা

ওভাল টেস্টে লড়াইয়ে ফিরল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম

ওভাল টেস্টে লড়াইয়ে ফিরল ভারত

ছবি - সংগৃহীত

ভারতের ২২৪ রানের জবাবে ১ উইকেটেই ইংল্যান্ডের ১২৯ রান। এরপর আর ১১৮ রান তুলতে অলআউট ইংলিশরা। মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার তোপে ওভাল টেস্টে দারুণভাবে লড়াইয়ে ফিরল ভারত।

রোমাঞ্চ ছড়ানো টেস্টের দ্বিতীয় দিনেই পড়েছে ১৫ উইকেট। ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত। জসশ্বী জয়সওয়াল ৫১ আর নাইটওয়াচম্যান আকাশ দিপ ৪ রানে অপরাজিত আছেন। তাদের লিড এখন ৫২ রানের।

দ্বিতীয় দিনের চার বল বাকি থাকতে ভারত হারিয়েছে সাই সুদর্শনকে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া গুস এটকিনসন এলবিডব্লিউ করেছেন তাকে। লোকেশ রাহুল আউট হয়েছেন ৭ রানে।

৪৪ বলে মারকুটে ফিফটি হাঁকিয়েছেন জয়সওয়াল। যদিও তিনি দুইবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ২০ রানের মাথায় ব্রুক আর ৪০ রানের মাথায় বদলি ফিল্ডার লিয়াম ডসন ফেলে দেন ক্যাচ।

এর আগে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। লিড পায় ২৩ রানের। জ্যাক ক্রলি আর বেন ডাকেটের ৭৭ বলে ৯২ রানের ওপেনিং জুটি ভালো ভিত গড়ে দিয়েছিল ইংলিশদের। স্বাগতিক দল লাঞ্চে যায় ১ উইকেটে ১০৯ রান নিয়ে। তখন মাত্র ১১৫ রানে পিছিয়ে ছিল। কিন্তু লাঞ্চের পর মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার তোপের মুখে পড়ে ইংল্যান্ড। সিরাজ-কৃষ্ণা দুজনই নেন ৪টি করে উইকেট। ক্রিস ওকস ব্যাটিং করতে পারেননি। দলকে লিড এনে দেওয়ার মূল কারিগর হ্যারি ব্রুক। ৬৪ বলে ৫ চার আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন