নারী এশিয়ান কাপ : জাপান বা স্পেনে ঋতুপর্ণাদের ক্যাম্পের পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম
ছবি - বাংলাদেশ নারী ফুটবল দলের উদযাপন
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ। মঙ্গলবার প্রতিযোগিতার ড্র ও খেলার সূচি চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে। এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছয় মাসের পরিকল্পনা নিয়েছে। সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু করা ছাড়াও ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার চিন্তা বাফুফে নারী ফুটবল কমিটির।
জাপানে গিয়ে ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে তারা। এখন সেই দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় বাফুফে। একই সঙ্গে কোচিং প্যানেলে আরও তিন বিদেশি নিতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। কোচ পিটার বাটলারের চাওয়া সৌদি আরবে ক্যাম্প করা। যেহেতু এশিয়ান কাপ, তাই এশিয়ার কোনো দেশে আফঈদা খন্দকার-ঋতুপর্ণাদের ক্যাম্প করতে চায় বাফুফে।
ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিলেও সেখান থেকে ইতিবাচক সাড়া মেলেনি। কারণ, এশিয়ান কাপের জন্য কোরিয়া ইউরোপের কোনো দেশে গিয়ে ক্যাম্প করবে। জাপানের দিকে এখন তাকিয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি বলেন, ‘আমি এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার ফুটবল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রস্তাব দিয়েছি সেখানে মাসখানেক ক্যাম্প ও ম্যাচ খেলা যায় কিনা। তবে কোরিয়া আমাদের জানিয়েছে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের টিম পাঠাবে ইউরোপে। যে কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের খেলা হচ্ছে না। এখন আমি জাপান ও স্পেনের সঙ্গে কথা বলব। জাপানের সঙ্গে অল্প কথা হয়েছে। তারা কিছু জানায়নি।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খেলা শুরুর কয়েকদিন আগেই বাংলাদেশ নারী দলকে সেখানে পাঠানোর চিন্তা বাফুফের। ক্যাম্প শুরুর আগে আরও বিদেশি কোচ নেওয়া হবে বলে জানান কিরণ, ‘আমি তিনটি জায়গা নিয়ে এরই মধ্যে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেছি। আমাদের একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার দরকার। এই তিনজনই হবেন বিদেশি। সভাপতিকে জানানোর পর তিনি আমাকে দেখতে বলেছেন কোথা থেকে কাদের নিয়োগ দেওয়া যায়। আমি দেখছি নতুন তিন বিদেশি ঠিক করার বিষয়টি।’
নতুন কোচ নিয়োগ দিলেও বর্তমানে বাটলারের সহকারী কাউকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন বাফুফের এই সদস্য, ‘এখন যারা আছেন, তাদের কাউকেই বাদ দেওয়া হবে না। কোচিং স্টাফে নতুন করে বিদেশি যোগ হবেন। তাদের রেখেই নতুন তিনজন নিয়োগ দেওয়ার জন্য এক মাস আগেই সভাপতিকে প্রস্তাব দিয়েছি। তখন সভাপতি আমাকেই বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন। এরই মধ্যে আমি একজন ট্রেনারের বায়োডাটা সভাপতির কাছে পাঠিয়েছি। তিনি সেটি দেখছেন।’



