Logo
Logo
×

খেলা

নারী কোপা আমেরিকা : উরুগুয়ের জালে ৫ গোল দিয়ে আবারও ফাইনালে ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৭ এএম

নারী কোপা আমেরিকা : উরুগুয়ের জালে ৫ গোল দিয়ে আবারও ফাইনালে ব্রাজিল

ছবি - কোপা আমেরিকায় ব্রাজিল নারী ফুটবলারদের গোল উদযাপন

নারীদের কোপা আমেরিকার ফাইনালে ওঠা ব্রাজিলের কাছে যেন ডাল-ভাত। টুর্নামেন্ট হলেই ব্রাজিল যেন নিজেদের দেখতে পায় ফাইনালে। চিরায়ত অভ্যাসের পিছু ধেয়ে ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার এবারের আসরেও ফাইনালে উঠেছে হলুদিয়া পাখিরা। সেটি আবার উরুগুয়ের মতো দলকে ৫-১ গোলে উড়িয়ে!

এ নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে ১০টি আসরের ১০টিতেই ফাইনালে উঠল ব্রাজিল।

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। কুইটোয় বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫–১ গোলে উড়িয়ে এই প্রতিযোগিতায় টানা পঞ্চম ফাইনালের দেখা পেয়েছে ব্রাজিল। এর আগে টানা চারবার ফাইনাল উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা।

এখন পর্যন্ত এই প্রতিযোগিতার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জেতায় একটু ছন্দপতন হয়েছিল ব্রাজিলের। এখন দলটির অপেক্ষা নবম শিরোপা ঘরে তোলার। ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

এবারের ফাইনাল অবশ্য আগের আসরের ফাইনালকেই যেন মনে করিয়ে দিচ্ছে। ২০২২ কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল–কলম্বিয়া। ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।
ইকুয়েডরের রাজধানী কুইটোতে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল। আধা ঘণ্টা পেরোনোর আগে ৩ গোল এগিয়ে গিয়ে ম্যাচ একরকম শেষও করে দেয় প্রতিযোগিতার সফলতম দলটি।

বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও দুই গোল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল ব্রাজিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন