শ্বাসরুদ্ধকর জয় দিয়ে বাংলাদেশের যুবাদের ত্রিদেশীয় সিরিজ শুরু
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:২১ এএম
ছবি - সংগৃহীত
শ্বাসরুদ্ধকর এক জয় দিয়ে জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
হারারেতে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে আগে ব্যাট করে ৩৪.৪ ওভারে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে দলীয় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেললেও শেষপর্যন্ত জয় নিয়ে ফেরে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের কৃতিত্ব দিতে হয় শেষ উইকেটে স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ২০ রানের জুটি করা সামিউন বশিরকে। বশির একাই দলকে টেনে নিয়েছেন। স্বাধীন শুধু অপরপ্রান্তে দাঁড়িয়েছিলেন, কোনো বল খেলেননি। দাঁড়িয়ে কঠিন লড়াই করে বাংলাদেশকে জিতিয়েছেন বশির, দেশের ক্রিকেটভক্তদের চমকই বটে।
এর আগে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন আল ফাহাদ। ১০ ওভার বোলিং করে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন সামিউন বশির ও স্বাধীন ইসলাম।
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮ বলে ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস ৩৮ বলে ২৬ ও দানিয়েল বসম্যান ৩৫ বলে ২৪ রান করেন।
বাংলাদেশের হয়ে হার না মানা ৪৫ রানের (৩৯ বল) ম্যাচ জেতানো ইনিংস খেলেন সামিউন বশির। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০ রান করেন।
ত্রিদেশীয় সিরিজের অন্য প্রতিপক্ষ জিম্বাবুয়ে।



