Logo
Logo
×

খেলা

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন টিম ডেভিড। শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিনি এই রেকর্ড গড়েন মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে। বিস্ময়কর ব্যাপার হলো, এই ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেলের ধার নেওয়া ব্যাট দিয়ে।

ডেভিডের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৫ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ছয় উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই ইনিংসে ডেভিড আরও একটি রেকর্ড গড়েন। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দেন মারকাস স্টয়নিস ও ট্র্যাভিস হেডের ১৭ বলের আগের রেকর্ড।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল জশ ইংলিসের। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে শতক করেছিলেন তিনি। টিম ডেভিডের এই সেঞ্চুরি পেছনে ফেলল সেটাকেও।

সে ইনিংস শেষে ডেভিড বোমাটা ফাটান। জানান যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন, তাদেরই খেলোয়াড় আন্দ্রে রাসেলের ব্যাট ছিল সেটা।

তিনি বলেন, ‘আমি প্রায় এক বছর ধরে রাসেলের ব্যাটটি সঙ্গে করে নিয়ে ঘুরছি। আজ মনে হলো এটিই সঠিক সময় তা ব্যবহার করার। অনেক সময় ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি, এখন শট নির্বাচনের দিকেও মনোযোগ দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলা দারুণ উপভোগ করছিলাম। কিছুদিন বিশ্রাম নিতে পেরেছিলাম, নিজের শরীরটাও ঠিকঠাক করে নিয়েছিলাম। ভাবিনি শতকের সুযোগ পাবো, তাই খুব খুশি লাগছে। উইকেটটা ভালো ছিল, সঙ্গে ছোট বাউন্ডারি। তাই নিজের শক্তির দিকগুলোতেই ভরসা রেখেছিলাম।’

ওয়ার্নার পার্কে খেলার অভিজ্ঞতা আগেই ছিল টিম ডেভিডের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলে সেই অভিজ্ঞতাই কাজে দিয়েছে তার। ডেভিড বলেন, ‘ওয়ার্নার পার্কে ব্যাটিং করতে ভালো লাগে। এখানে আগেও খেলেছি সিপিএলে, তাই কন্ডিশনটা চেনা ছিল।’

ক্যারিবীয় লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ডেভিড, ব্যাটটাও ছিল ক্যারিবিয়ান একজনেরই। এ যেন দুধ-কলা দিয়ে কাল সাপই পুষেছিল ওয়েস্ট ইন্ডিজ!

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন