সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময় ও ভেন্যু। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত এই টুর্নামেন্ট। ফাইনাল ২১ সেপ্টেম্বর। ম্যাচগুলো আয়োজন করা হবে দুবাই ও আবুধাবির মাঠে।
ভারতের আয়োজকত্বে টুর্নামেন্টটি ভারতে হওয়ার কথা থাকলেও পাকিস্তান সেদেশে খেলতে অস্বীকৃতি জানানোয় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য পাঁচ দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও আমন্ত্রণ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবারও পড়েছে এশিয়া কাপে। কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়। ফলে, আগের মতো ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এরই মাঝে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস”-এ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে, ভারতীয় ক্রিকেটারদের আপত্তির কারণে।
তবে এশিয়া কাপের বেলায় বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা টুর্নামেন্ট বয়কট করবে না। যদিও টুর্নামেন্ট ভারতে না হয়ে আমিরাতে স্থানান্তরের পেছনে বড় ভূমিকা রেখেছে এই রাজনৈতিক টানাপোড়েন।
এই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে। সভায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল অনলাইনে অংশ নেয়, যেখানে বাংলাদেশ ছিল আয়োজক দেশ। বিসিসিআই সরাসরি সভায় যোগ না দিলেও ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে সিদ্ধান্তে সম্মতি দেয়।
বিসিবি এবং এসিসি সভার আয়োজন নিয়ে ভারত কিছুটা অনাগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সভা সফলভাবে শুরু হয়েছে আজ। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ এখন অব্দি বেশ দক্ষতারও পরিচয় দিয়েছে।



