Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৩৭ এএম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

ছবি - বাংলাদেশ ক্রিকেট দল

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

চলতি সিরিজে এরই মধ্যে দুটি রেকর্ড করে ফেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ (একাধিক ম্যাচ হিসেবে) জিতেছে তারা, যাদিও নিশ্চিত হয়েছে আগের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৮ রানের জয়ে।

এছাড়া প্রথমবারের মতো এক টানা চারটি টি-টোয়েন্টি জেতার রেকর্ডও করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি জিতে ঘরের মাঠে এসে পাকিস্তানের সঙ্গেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে লিটন দাসের দল।

আজকের ম্যাচ জিততে পারলে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন আরও একটি অধ্যায় যুক্ত করবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে প্রথমবারের মতো ধবলধোলাই করতে পারবে লাল-সবুজ বাহিনী।

আগের দুই ম্যাচে টাইগাররা যেভাবে দাপট দেখিয়েছে, তাতে আশা করা হচ্ছে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। শেষ পর্যন্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে নিজেদের মান রক্ষা করতে পারে কিনা, সেটিই এখন দেখার


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন