টি২০ - জিতেও ফিল্ডিং নিয়ে আফসোস : বাংলাদেশের লক্ষ্য এবার হোয়াইটওয়াশ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:০৪ এএম
ছবি - বাংলাদেশ ক্রিকেট দল
শোকের দিনেও পেশাদারিত্ব দিয়ে লড়তে হয় জয়ের জন্য। লো স্কোরিং ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত ৮ রানে জেতে বাংলাদেশ। যে জয়ের নায়ক আবার জাকের আলী। তিনি ৫৫ রানের ইনিংস খেলায় লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
মিরপুরের উইকেট নিয়ে কথা হচ্ছে সিরিজের শুরুর দিন থেকেই। পাকিস্তানের কোচ মাইক হেসন পিচের সমালোচনা করেছিলেন প্রথম ম্যাচের পর। সিরিজ নির্ধারণী ম্যাচ হেরে গতকাল মুখ খোলেন হাফ সেঞ্চুরিয়ান ফাহিম আশরাফ। তাঁর কাছেও মনে হয়েছে উইকেট কিছুটা মন্থর। সময় বাড়ার সঙ্গে ব্যাটিং করা সহজ হয়, জাকের ও ফাহিমের হাফ সেঞ্চুরি পাওয়া যার প্রমাণ। বাংলাদেশ ২৮ রানে ৪ উইকেট হারানোর পর শেখ মেহেদীকে নিয়ে অর্ধশত রানের জুটি হয়। ১৩২ স্ট্রাইকরেটে ২৫ বলে ৩৩ রান করেন মেহেদী। ৪৯ বলে ৫টি ছয় ও একটি চার মেরে তৃতীয় টি২০ হাফ সেঞ্চুরির দেখা পান জাকের।
মিডলঅর্ডারে নেমে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি জাকের বলেন, ‘যে ইনিংসগুলো দলের জয়ে ভূমিকা রাখে, সেগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ। বাকিগুলোর গুরুত্ব নেই।’ জাকের জানান, শুরুতে উইকেট পড়ে যাওয়ায় অধিনায়ক লিটন ১৪০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। সে লক্ষ্য অর্জনে প্রথম থেকে চেষ্টা করে গেছেন তিনি। সেখানে ২০ ওভারে ১৩৩ রান করে বাংলাদেশ।
পাকিস্তান ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায়। বাংলাদেশের বোলিং তোপে ১৫ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকেই ম্যাচ নাটকীয় বাঁক নেয় ফাহিম আশরাফ হাফ সেঞ্চুরি করায়। শেষ দুই ওভারে রিশাদ হোসেন আর মুস্তাফিজুর রহমান পর পর দুই ব্যাটারকে আউট করায় ৮ রানে জয় পায় বাংলাদেশ।
টান টান উত্তেজনায় ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে বলে দাবি জাকেরের, ‘আসলে টি২০ ক্রিকেটটাই এমন। আমরা চিন্তা করছিলাম ওরা এ রকম ব্যাটিং করতে পারে। হ্যাঁ, আমাদেরও ভুল ছিল, ভালো ফিল্ডিং করতে পারিনি। আমরা চাইব পরবর্তী সময়ে জিনিসগুলো আরও ভালো করতে। তবে তাদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। বাজে অবস্থা থেকে ফিরে এসেছে। আমরাও ভালো ক্রিকেট খেলেছি, ফাইটিং একটি স্কোর দাঁড় করাতে পেরেছি।’
লো স্কোরিং ম্যাচ হলেও জাকেরের মনে হয়েছে ঠিকমতো ব্যাট করা গেলে দেড়শ রানের বেশি করা সম্ভব ছিল। তাঁর মতে, ‘আজকের উইকেটে ১৫৫ থেকে ১৬৫ রান করা সম্ভব হতো আমরা ঠিকমতো ব্যাটিং করতে পারলে। শুরুতে উইকেট হারালে আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে অধিনায়ক বলেছিলেন, ১৪০ রানের জন্য খেলতে।’
যেভাবেই হোক দিন শেষে ম্যাচ জিততে পেরে খুশি বাংলাদেশ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচটি তারা খেলতে চায় প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে।



