
প্রিন্ট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
কালো আর্মব্যান্ড পরবে দুই দল, স্টেডিয়ামে থাকবে না গান-বাজনা

স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক। যাদের অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসামরিক প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নির্দেশনা অনুযায়ী, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করবে। এছাড়া টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালরা বাহুতে কালো ব্যান্ড পরে নামবেন।
দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি চেয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে বিসিবি। সাধারণত ম্যাচ চলাকালে মাঝে মাঝেই স্টেডিয়ামে গান ও বাদ্য বাজানো হয়। আগামীকালের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে ম্যাচ চলাকালে কোনো গান বা বাদ্য বাজানো হবে না।
বোর্ড এক বার্তায় জানিয়েছে, বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকে জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এর আগে বিসিবি বিমান বিধ্বস্তের ঘটনায় আলাদাভাবে শোক বার্তা দিয়েছে। বিসিবির প্রোফাইল পিকচার কালো করা হয়েছে।