
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১৬ এএম
টি-টোয়েন্টি সিরিজ : পাকিস্তান ১১০ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম

ছবি - সংগৃহীত
মিরপুরে প্রথম টি–টোয়েন্টিতে পাকিস্তানকে ১১০ রানে অলআউট করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সংস্করণে এটিই দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১২৯/৭, ২০১৬ সালে মিরপুরেই এশিয়া কাপে।
পাকিস্তান শেষ ওভারটা শুরু করেছিল ৭ উইকেটে ১১০ রান নিয়ে। ওভারের প্রথম তিন বলেই উইকেট হারিয়ে অলআউট দলটি। তাসকিনের করা ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউট অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি ক্যাচ দেন লিটন দাসকে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ২২ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন তিনি। তবে দুর্দান্ত বোলিংয়ে নতুন রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি এখন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট শিকার মুস্তাফিজের। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান।
পাকিস্তান একাদশ : ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।