
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ এএম
বৃষ্টির আশঙ্কার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
আজ (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সদ্য পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ ঘরের মাঠে প্রতিশোধের লক্ষ্যে খেলতে নামছে। তবে ম্যাচের আগে থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর আগে ও পরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, ফলে ম্যাচটি পুরোপুরি আয়োজন নিয়ে রয়েছে শঙ্কা।
ম্যাচ চলাকালে আবহাওয়ার অবস্থা: তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হলেও রিয়েলফিল থাকবে ৩৭ ডিগ্রি। আর্দ্রতা থাকবে ৭৭ শতাংশ, যা খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে। বাতাস দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ থেকে ১৯ কিমি বেগে বইবে। রাত ৮টার দিকে তাপমাত্রা নামবে ৩০ ডিগ্রিতে, তবে অনুভূত তাপমাত্রা একই থাকবে, এবং আর্দ্রতা বাড়বে ৭৯ শতাংশে। বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এই সিরিজের তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে—পরবর্তী ম্যাচ দু’টি ২২ ও ২৪ জুলাই। পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তান এই ফরম্যাটে এগিয়ে রয়েছে—দুই দল এখন পর্যন্ত ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান জয় পেয়েছে ১৯টি এবং বাংলাদেশ মাত্র তিনটি।
দলীয় তালিকা: বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন
পাকিস্তান: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম
স্টেডিয়ামে খাবার ও পানি সঙ্গে রাখা যাবে, তবে মানতে হবে নির্ধারিত ১২টি নির্দেশনা। আবহাওয়া সহনীয় থাকলে ম্যাচটি হতে পারে জমজমাট এক টি-টোয়েন্টি সন্ধ্যা। বাংলাদেশ জয় খুঁজবে, আর পাকিস্তান চাইবে ধারাবাহিকতা বজায় রাখতে।