Logo
Logo
×

খেলা

বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম

বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ছেন রজার বিনি

ছবি-সংগৃহীত

ভারতের ক্রিকেট বোর্ডে বয়স একটা ফ্যাক্টর। বয়সের জন্যই বোর্ড সভাপতিকে ছাড়তে হচ্ছে। রজার বিনি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন পরশু। 

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে। সাবেক এই ক্রিকেটার বোর্ডপ্রধান হিসেবে আগামীকাল করবেন শেষ অফিস। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলী দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার বিনি পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরে বিসিসিআই বার্ষিক সভায় নতুন বোর্ড সভাপতির নির্বাচন হওয়ার কথা রয়েছে।

গঠনতন্ত্র অনুসারে বিসিসিআই সভাপতির মেয়াদ তিন বছর। পুরো মেয়াদ পার হওয়ার আগেই বিনিকে দায়িত্ব ছাড়তে হচ্ছে বয়সের কারণে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই। আগামীকাল ১৯ জুলাই বিনির বয়স ৭০ বছর পূর্ণ হতে চলেছে।

ভারতের হয়ে ১৯৭৯ থেকে ১৯৮৭ সময়ে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলেছিলেন বিনি। যে সময়ে ভারত জেতে প্রথম বিশ্বকাপ। বিনি বিসিসিআই প্রধান হওয়ার পর ২০২৪ সালে নিজেদের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ২০২৫ সালে জেতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও। এ ছাড়া মেয়েদের প্রিমিয়ার লিগও শুরু হয়েছে তাঁর সময়েই।

বিনি বিদায় নিতে চলায় ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান সহসভাপতি রাজীব শুক্লা। ৬৫ বছর বয়সী এই ক্রিকেট প্রশাসক কংগ্রেস থেকে নির্বাচিত সাবেক রাজ্যসভা সংসদ সদস্য। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আইপিএল কমিশনার, ২০২০ সালে হন বিসিসিআই সহসভাপতি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন