হামজা-সামিতকে পাচ্ছে না বাংলাদেশ নেপালের বিপক্ষে
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি-সংগৃহীত
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই ম্যাচগুলোতে থাকছেন না লেস্টারসিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান প্রফেশনাল লিগে খেলা সামিত সোম। এই দুই প্রবাসী ফুটবলারের অনুপস্থিতি নিয়েই আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।
লেস্টারসিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে রয়েছেন ক্লাবের প্রাক-মৌসুম ক্যাম্পে। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের প্রস্তুতি পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি, তাই সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে কানাডার ক্যাভালরি এফসিতে খেলা মিডফিল্ডার সামিত সোম ওই সময় নিজের ক্লাবের লিগ ম্যাচে ব্যস্ত থাকবেন। ফলে তাকেও ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।
জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হামজা ও সামিতের দুজনেরই ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে। সে কারণেই তারা এই দুটি ম্যাচে আসতে পারছে না।’



