নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ : আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম
ছবি - টিম হোটেলের সুইমিং পুলে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল
নেপাল পরীক্ষায় পাস করা মেয়েরা গতকাল সোমবার অনুশীলন করেনি। টিম হোটেলের সুইমিং পুলে রিকোভারি সেশন করেছেন আফঈদা খন্দকার-মুনকি আক্তাররা। সামনে ভুটান বলেই হয়তো কম চাপ অনুভব করছে পিটার বাটলারের দল। কারণ কাগজে-কলমে শক্তির বিচারে এই ভুটান বড় কোনো বাধা হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। বরং ফুটবল পাড়ায় আলোচনা চলছে ভুটানের জালে কত গোল দেবে বাংলাদেশের মেয়েরা।
নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। নেপালের বিপক্ষে প্রত্যাশিত ফল পাওয়ায় বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক আফঈদা।
ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘গত রোববার আমরা নেপালের সঙ্গে ম্যাচটা জিতেছি। আল্লাহর রহমতে আমরা যেটা চেয়েছি, সেই রেজাল্টই পেয়েছি। সোমবার আমরা রিকোভারি সেশন করছি সুইমিং পুলে। সবাই একটু সুইমিংয়ে উপভোগ করেছে। ভুটানের বিপক্ষে ম্যাচে যেভাবে কোচ পরিকল্পনা সাজাবেন, সেটা বাস্তবায়নের চেষ্টা করব আমরা।’ দুটি ম্যাচ খেললেও বিশ্রামের সময় খুব একটা পাননি ফুটবলাররা।
এরই মধ্যে নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলে প্রতিটিতে জিতেছে বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে তাদের অর্জন সর্বোচ্চ ৬ পয়েন্ট। অন্যদিকে, দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে ভুটান। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে তারা। এর আগে নেপালের কাছে ৬-১ গোলে হারে ভুটানিজরা। আজ বাংলাদেশের সামনে তাদের ভালো পরীক্ষাই দিতে হতে পারে।
ভুটানের বিপক্ষে আজ সাগরিকাকে ছাড়াই খেলতে নামবে আফঈদারা। নেপালের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখায় খেলতে পারছেন না এই ফরোয়ার্ড। এরই মধ্যে দুই ম্যাচে করেছেন চার গোল। শ্রীলঙ্কার সঙ্গে হ্যাটট্রিকের পর এক গোল করেছেন নেপালের বিপক্ষেও।



