BETA VERSION বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া
  • ভিডিও

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম

Swapno

খেলা

এবার মুদ্রার উল্টোপিঠ দেখলেন সাকিব, ব্যাট-বলে হতাশা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

এবার মুদ্রার উল্টোপিঠ দেখলেন সাকিব, ব্যাট-বলে হতাশা

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার দুটো পিঠই দেখলেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগেরদিন ব্যাট হাতে ৫৮ রান আর বোলিংয়ে ৪ উইকেট শিকার করে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছিলেন। একদিন না যেতেই সাকিবকে আবারও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামতে হয়। তবে ব্যাট-বল কোনোটাই এবার সঙ্গ দিলো না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। হেরেছে তার দলও।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল (শুক্রবার) রাতে সাকিবের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে। দলের পক্ষে গুলবাদিন নাইব সর্বোচ্চ ৩১ (২৭ বল) ও সেদিকউল্লাহ অটল ২৫ রান করেন। আর কেউই বলার মতো ইনিংস খেলতে না পারায় টেনেটুনে ১৪০ অতিক্রম করে দুবাই ক্যাপিটালস।

ম্যাচটিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব খেলেছেন ১০ বল। বিনিময়ে করেছেন মাত্র ৭ রান, এর মধ্যে আবার একটি ছক্কার মারও রয়েছে। মোহাম্মদ নবির বলে ছয় হাঁকিয়ে পরের বলেও একই প্রচেষ্টা ছিল সাকিবের। তবে এবার আর ঠিকঠাক হয়নি। ব্যাটের কানায় লেগে সেটি উড়ে গিয়ে জ্যাক দোরানের হাতে ধরা পড়ে। এরপর দুবাই ক্যাপিটালস বোলিংয়ে আক্রমণটাও শুরু করে সাকিবকে দিয়ে। বেন ম্যাকডারমটের কাছে দুটি চারের বাউন্ডারিসহ ওই ওভারে তিনি দেন ১০ রান।

পরের তিন ওভারে সাকিব তো কোনো উইকেট পাননি, এর সঙ্গে রানের গতিও থামাতে পারেননি। হাত ঘুরিয়ে ৪ ওভারে তিনি খরচ করেন ৩৪ রান। দুবাই ক্যাপিটালসকেও কেউ আর পথ দেখাতে পারেনি। যদিও কাইস আহমদ নিয়ন্ত্রিত বোলিং করেছেন, ৪ ওভারে ২২ রানের বিনিময়ে শিকার এক উইকেট। ১৭ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হারিকেন্স। তাদের পক্ষে ম্যাকঅ্যালিস্টার রাইট সর্বোচ্চ ৫০ ও ম্যাকডারমট ৪৮ রান করেন।

আগের ম্যাচ দিয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। রংপুর রাইডার্সের হয়ে প্রথমে খেলার কথা থাকলেও রাজনৈতিক প্রতিকূলতা বিবেচনায় তেমন কিছু হয়নি। শেষ পর্যন্ত কেশভ মহারাজের জায়গায় তাকে দলে ভেড়ায় দুবাই ক্যাপিটালস। বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই সাকিব ছন্দময় পারফরম্যান্সের আভাস দিয়েছেন। আগামী ১৪ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচ খেলবে সাকিবের দুবাই ক্যাপিটালস।

ক্রিকেট গ্লোবাল সুপার লিগ সাকিব আল হাসান

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com