ছবি-সংগৃহীত
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। শুক্রবার সেমিফাইনালে দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হার মেনেছে তারা।
১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৬-৪ গোলে জিতে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিয়েছে জাপান। অথচ প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পরের দুই কোয়ার্টারেও আশা বাঁচিয়ে রাখে তারা। কিন্তু শেষ কোয়ার্টারে ছন্দ হারিয়ে বিদায় নিলো বাংলাদেশ। চীনের দাঝুতে এখন বাংলাদেশ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেনের গোলে প্রথম কোয়ার্টার বাংলাদেশ এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল দিয়ে সমতা ফেরায় জাপান। পরে মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ইউমা ফুজিওরা স্কোর সমান করেন। ৪৭ মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও বাড়ে। কিন্তু ৫১ মিনিটে সাসাকি জাপানকে সমতা ফেরানোর পর ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরে আরও দুই গোল হজম করে হারতে হয় তাদের। সূত্র : অনলাইন



