ছবি - সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান এমিলি
বাবা হারালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান এমিলি। গতকাল সোমবার রাত ১০টায় বরিশালে নিজ বাসায় ইন্তেকাল করেন এমিলির বাবা আলহাজ্ব ইদ্রিস সরকার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইদ্রিস সরকারের মৃত্যুর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৫ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আলহাজ্ব ইদ্রিস সরকারের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সব সদস্য, সাধারণ সম্পাদকসহ বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।



