
প্রিন্ট: ২৪ জুলাই ২০২৫, ০৭:১২ এএম
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল: দেখে নিন সময়সূচি

যুগের চিন্তা ডিজিটাল রিপোর্ট :
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম

প্রথমবারের মতো ৩২ দলের রোমাঞ্চকর ক্লাব বিশ্বকাপ এবার পৌঁছে গেছে চূড়ান্ত ধাপে। মাসব্যাপী উত্তেজনার পর বাছাই হয়ে গেছে চার সেরা দল। যারা এবার শিরোপার জন্য লড়বে শেষ চারে। জমজমাট এই সেমিফাইনালে দেখা যাবে ইউরোপ আর লাতিন আমেরিকার লড়াই। তার সঙ্গে যোগ হবে তারকাখচিত রোমাঞ্চ।
প্রথম সেমিফাইনাল: চেলসি বনাম ফ্লুমিনেন্স,
ভেন্যু: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম,
তারিখ ও সময়: ৯ জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)।
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স সৌদি আরবের হেভিওয়েট আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে ইংলিশ জায়ান্ট চেলসি লাতিন প্রতিদ্বন্দ্বী পালমেইরাসকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। এই দুই দল মুখোমুখি হওয়ার মধ্য দিয়েই জমে উঠবে প্রথম সেমিফাইনাল। ইউরোপের পেশাদারিত্ব আর লাতিন আমেরিকার কৌশলী ফুটবলের এই লড়াই নিয়ে উত্তেজনার শেষ নেই।
দ্বিতীয় সেমিফাইনাল: রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি,
ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম,
তারিখ ও সময়: ১০ জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)।
একদিকে আছে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ, যারা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে পৌঁছেছে। অন্যদিকে, ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তাদের শক্তিমত্তার প্রমাণ রেখেছে বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে।
এই দুই জায়ান্টের মুখোমুখি লড়াই মানেই তারকাদের ঝলক, গতি, কৌশল এবং বিশ্বমানের ফুটবলের প্রতিশ্রুতি।
ফাইনাল কবে?
এই দুই সেমিফাইনাল জয়ীরা মুখোমুখি হবে ১৪ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে। তখনই নির্ধারণ হবে— কে হবে নতুন ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন।