Logo
Logo
×

খেলা

যেসব রেকর্ড হলো এজবাস্টনে

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম

যেসব রেকর্ড হলো এজবাস্টনে

ছবি - সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ খেলছে ভারত। তৃতীয় দিন শেষেও ম্যাচের পুরো লাগাম এখনও তাদেরই হাতে। প্রথম ইনিংসে আগে ব্যাট করা শুভমান গিলের দল ৫৮৭ রান তোলে। এরপর ইংল্যান্ড দুটি দেড়শ পেরোনো ইনিংস সত্ত্বেও অলআউট হয়েছে ৪০৭ রানে। ফলে ১৮০ রানের বড় লিড পেয়ে যায় সফরকারীরা। তৃতীয় দিন শেষে তারা সেই লিড বাড়িয়েছে ২৪৪ রানে।

ভারত-ইংল্যান্ডের চলমান এই সিরিজে ব্যাট-বল উভয়দিক থেকেই প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। এজবাস্টন টেস্টের তৃতীয় দিনেও হয়েছে এমন বেশ কিছু কীর্তি। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। এ ছাড়াও সিরিজের ইতিহাসগড়া ৬ উইকেট, জেমি স্মিথের রেকর্ড সর্বোচ্চ রানের ইনিংস মিলিয়ে স্মরণীয় মুহূর্তগুলো দেখে নেওয়া যাক একনজরে–


২০০০

৪০তম টেস্ট ইনিংসেই ব্যক্তিগত ২০০০ রান পূর্ণ করেছেন জয়সওয়াল। অবশ্য তার আগেই সমান ইনিংসে ওই মাইলফলক পূর্ণ করেন ভারতের সাবেক দুই তারকা রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগ। এ ছাড়া বিজয় হাজারে ও গৌতম গম্ভীর ৪৩ এবং সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার ৪৪ ইনিংসে টেস্টে দুই হাজার রান করেন।

টেস্টের দ্রুততম দুই হাজার রানের পথে জয়সওয়াল ছিলেন ভারতের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার। তিনি এই কীর্তি গড়লেন ২৩ বছর ১৮৮ দিন বয়সে। এর আগে শচীন টেন্ডুলকার ২০ বছর ৩৩০ দিন বয়সে একই মাইলফলক পূর্ণ করেন।


৪০৭

প্রথম ইনিংসে ইংল্যান্ডের দৌড় থেমেছে ৪০৭ রানে। অথচ তারা ইনিংসটিতে দুটি দেড়শ পেরোনো রান পেয়েছে। মূলত হ্যারি ব্রুকের ১৫৮ এবং জেমি স্মিথের ১৮৪* রান ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটারই ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে এক ইনিংসে দুটো দেড়শ পেয়েও টেস্টে সর্বনিম্ন দলীয় স্কোর তোলার নজির গড়ল ইংল্যান্ড। 


৬ ডাক

প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটারদের মধ্যে ৬ জন ডাক (শূন্য রান) নিয়ে আউট হয়েছেন। যা টেস্টের এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ডাক। এর আগে চারবার তাদের ৫ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন।


১৮৪*

টেস্টে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস এটি। ফরম্যাটটিতে মাত্র ১২তম ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন জেমি স্মিথ। এর আগে ১৯৯৭ সালে অ্যালেক স্টুয়ার্টের করা ১৭৩ রান ছিল সাদা পোশাকে কোনো ইংলিশ উইকেটরক্ষকের সর্বোচ্চ রান। এ ছাড়া ইংল্যান্ডের ৭ অথবা এর নিচের ব্যাটিং অর্ডারেও সর্বোচ্চ রানের ইনিংস খেললেন স্মিথ। আগের সর্বোচ্চ (১৭৫) ছিল কেএস রঞ্জিত সিংজির।




ভারতের প্রথম কোনো বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও ৬ ‍উইকেট শিকার করলেন মোহাম্মদ সিরাজ। যদিও ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে ৬ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে ৮ ভারতীয় বোলারের। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় ৭ ভারতীয় বোলারের এই কীর্তি আছে। তবে দুই ভূমিতেই এই নজির দেখানো একমাত্র বোলার সিরাজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন