BETA VERSION শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

Swapno

খেলা

মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে এক পা মেয়েদের

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে এক পা মেয়েদের

ছবি -মিয়ানমারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাস

এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবার উইমেন্স এশিয়া কাপে লাল-সবুজের নারী প্রতিনিধিদের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এর আগে র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিলেন ঋতুপর্ণা-আফেইদারা। 

বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের জালে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধের গোল দুটি করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেওয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শটে গোল। প্রথম লিড নেয় বাংলাদেশ। তিনি পরের গোলটি করেন ৭১ মিনিটে।

বাংলাদেশ ‘সি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে। গোল করেছে ৯টি। নিজেদের জালও অক্ষত রেখেছে। আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। যাদের এই মিয়ানমার ৮-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ যেকোন গোল ব্যবধানে জিতলে, এমনকি ড্র করলেও প্রথমবার এশিয়া কাপে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়বে।

মিয়ানমারকে হারানো অবশ্য বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সহজ ছিল না। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫৫তে। বাংলাদেশ আছে ১২৮তম অবস্থানে। নিজেদের মাঠে খেলছে তারা। ২০১৮ সালের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। বিপক্ষে থাকা এসব সংখ্যা অতিক্রম করে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে পিটার বাটলারের দল। 

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এশিয়া কাপের আসর। টুর্নামেন্টে অংশ নেবে ১২ দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি টুর্নামেন্ট খেলবে। ২০২২ সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি আগামী এশিয়া কাপে খেলবে।

বাকি আট দল আসবে বাছাইপর্ব থেকে। আট গ্রুপে বাছাইপর্বে অংশ নেওয়া ৩৪ দলকে রাখা হয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপের টিকিট  পাবে। 

বাংলাদেশ দুই ম্যাচেই জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পেলে তিন জয় নিয়ে এশিয়া কাপ নিশ্চিত হবে মেয়েদের। ড্র করলেও এশিয়া কাপে খেলতে বাধা থাকবে না। তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে অঘটন ঘটিয়ে হেরে গেলে এবং বাহরাইনের বিপক্ষে মিয়ানমার জিতলে গোল ব্যবধানে কারা এশিয়া কাপে যাবে তা নির্ধারণ হবে।


এএফসি উইমেন্স এশিয়া কাপ মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে এক পা মেয়েদের

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com