
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন তানভীর

স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

ছবি - তানভীর
কামিন্দু ও আসালাঙ্কার ৭৭ বলে ৬০ রানের জুটি ভেঙে ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন তানভীর। আগের বল গিয়েছিল কুশাল মেন্ডিসের ব্যাটের পাশ দিয়ে। আম্পায়ার যদিও আউট দেননি। তবে বেশ আত্মবিশ্বাসী ছিলেন স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, বল ব্যাট ছুয়ে লিটন দাসের গ্লাভসে যায়নি।
তবে পরের বলেই উইকেট পেয়েছেন তানভীর ইসলাম। তাঁর বল গিয়ে প্যাডে লাগে কামিন্দুর। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। তবে আম্পায়রস কলে আর সিদ্ধান্ত বদলায়নি। কামিন্দু ও আসালাঙ্কার ৭৭ বলে ৬০ রানের জুটি ভেঙে ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন তানভীর।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ৯৪/৪।