Logo
Logo
×

খেলা

বাংলাদেশের পাশে স্প্যানিশ তারকা গাভি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

বাংলাদেশের পাশে স্প্যানিশ তারকা গাভি

বাংলাদেশের পাশে স্প্যানিশ তারকা গাভি

আন্দোলন আর সংঘর্ষে কঠিন সময় পার করছে বাংলাদেশ। জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে। আজ রোববার সন্ধ্যা থেকে আবারও দেশে চালু হয়েছে সান্ধ্য আইন। সাধারণ ছাত্রদের এই আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ শ্রেণি-পেশার মানুষ। 

দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই সমর্থন জানিয়েছেন সাধারণ ছাত্রদের প্রতি। বাংলাদেশের জন্য নিজেদের প্রার্থনা আর ভাবনার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। এবার দেশের এই পরিস্থিতিতে বার্তা এলো স্পেনের তারকা পাবলো গাভির কাছ থেকে। 


বার্সেলোনায় খেলা এই স্প্যানিশ মিডফিল্ডার আজ সন্ধ্যায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্ষুদ্র এই বার্তায় গাভি লিখেছেন, ‘বাংলাদেশে যা হয়েছে, তা শুনে আমি মর্মাহত। আমি আশা করি আপনারা যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের প্রতি আমার সমবেদনা।’ ছোট এই ক্যাপশনের পর বাংলাদেশের পতাকা এবং দুটো ইমোজি ব্যবহার করেছেন গাভি।  

১৯ বছর বয়েসী পাবল গাভি বর্তমানে বার্সেলোনার মূল একাদশের নিয়মিত খেলোয়াড়। ২০২২ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে ব্যালন ডি’ অরের মঞ্চে পেয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের ‘কোপা পুরস্কার।’ বর্তমানে পাবলো গাভি ব্যস্ত আছেন যুক্তরাষ্ট্রে প্রি-সিজন ট্যুরে। সেখান থেকেই বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন তিনি। 

এর আগে বাংলাদেশের চলমান দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে লাল কাপড়ে চোখ ঢাকা প্রতীকি ছবি শেয়ার করেন। যার পেছনে বাংলাদেশের পতাকা। এমন ছবি সাম্প্রতিক সময়ে দেশীয়দের ফেসবুকে বহুল ব্যবহৃত ছবির একটি। 

সেই পোস্টের ক্যাপশনে এনজো লেখেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে আরেকটি পোস্টে চেলসির এই তারকা মিডফিল্ডার লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন