
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭ গোলে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

ছবি-সংগৃহীত
ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে গোলবন্যায় ভাসিয়ে চমকে দিলো বাংলাদেশের নারী ফুটবল দল। উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঋতুপর্ণা-তহুরাদের দুর্দান্ত পারফরম্যান্সে মিয়ানমারের ইয়াংগুনে ৭-০ গোলের এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
প্রথমার্ধেই শুরু হয় গোলের স্রোত। ম্যাচের মাত্র ১০ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের চিপ শটে প্রথম গোল। এরপর ঋতুপর্ণার বাঁকানো শট, কোহাতি কিসকুর নিখুঁত ফিনিশ এবং তহুরা খাতুনের জোড়া গোল—প্রথমার্ধেই আসে পাঁচ গোল। দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে আরও দুটি গোল যোগ করে দলটি।
মাঠজুড়ে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের। বল দখল, পাসের গতি, প্রেসিং—সবকিছুতেই ছিল দুর্দান্ত ছন্দ। কোচ পিটার বাটলারের আত্মবিশ্বাসের বার্তা মাঠে সত্য করে দেখালেন কৃতী খেলোয়াড়রা।
এই বড় জয় শুধু স্কোরবোর্ডে নয়, মানসিকতাতেও—বাংলাদেশ জানিয়ে দিলো, র্যাঙ্কিং নয় বরং মাঠের লড়াইয়েই প্রমাণ হয় শক্তি। নারী ফুটবলে দেশের সামনে এগিয়ে চলার প্রত্যয় আরও স্পষ্ট হলো এই অনবদ্য পারফরম্যান্সে।
পরবর্তী ম্যাচগুলোতেও যদি এই গতি বজায় থাকে, তাহলে ইতিহাস রচনা আর সময়ের অপেক্ষা মাত্র।