
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
সৌদি লিগ এখন বিশ্বের সেরা পাঁচে: রোনালদো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

ছবি- সংগৃহীত
আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মেয়াদ অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত সৌদি ক্লাবটির হয়ে মাঠে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে, বয়স তখন ৪২ পার হলেও।
এক ভিডিও বার্তায় রোনালদো দাবি করেন, সৌদি প্রো লিগ বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচটি ফুটবল লিগের মধ্যে পড়ার যোগ্যতা অর্জন করেছে। তার ভাষায়, ‘গত দুই বছরে এই লিগের যে উন্নতি হয়েছে, তা দেখেই বোঝা যায় এখানকার প্রতিযোগিতা কতটা বেড়েছে। যারা এ লিগে খেলেনি, তারাই বলে এটি সেরা নয়। তবে বাস্তবতা ভিন্ন।’
রোনালদো জানিয়ে দেন, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের জন্যও তিনি দেশটিতে থাকতে চান। এই প্রকল্পে আস্থা রেখেই নতুন মেয়াদের চুক্তিতে সম্মত হয়েছেন তিনি।
২০২২ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই বড় শিরোপার খোঁজে আছেন রোনালদো। তার আশা, নতুন মেয়াদে আল নাসরের হয়ে গুরুত্বপূর্ণ ট্রফি জিতবেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন রোনালদো। তার মোট গোলসংখ্যা এখন ৯৩২—এর মধ্যে ক্লাব ফুটবলে ৭৯৪ ও জাতীয় দলের হয়ে ১৩৮ গোল।
আরএস/