
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৪:২৭ এএম
দিনের শুরুতেই ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:১৬ এএম

ছবি - সংগৃহীত
কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস পরাজয় চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিন শেষেই। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। শেষ ভরসা ছিলেন লিটন দাস। তিনিই ছিলেন শেষ স্বীকৃত ব্যাটার। কিন্তু ভরসা দিতে পারেননি লিটন। চতুর্থ দিনের খেলা শুরু হতেই উইকেট দিয়ে এসেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১২৪ রান। ইনিংস হার এড়াতে এখনও ৮৭ রান দরকার সফরকারীদের।
শেষ ভরসা লিটন আউট হয়েছেন চতুর্থ দিনের শুরুতেই। প্রভাত জয়সুরিয়ার বল ডিফেন্ড করলেও এজ হয়ে ক্যাচ হয়েছেন লিটন। করেছেন ১৪ রান। জয়সুরিয়া নিজের পরের ওভারেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাঈম হাসানকে (৫)।