BETA VERSION রবিবার, ২৭ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

Swapno

খেলা

ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনেই হারাল অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:১৮ এএম

ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনেই হারাল অস্ট্রেলিয়া

ছবি - অস্ট্রেলিয়ার জয় উদযাপন

ব্রিজটাউন টেস্ট শেষ হলো তিন দিনেই। তৃতীয় দিনে ৩০১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শেষ সেশনে ১০ উইকেট হারিয়ে ১৪১ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার এ জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ট্রাভিস হেডের।

বোলিং সহায়ক উইকেটেও ফিফটি করেন দুই ইনিংসেই। তাতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদেরও অবদান আছে, ছেড়েছেন বেশ কয়েকটি ক্যাচ। চতুর্থ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন জশ হ্যাজলউড।

কাল ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারালে অতিরিক্ত আধা ঘণ্টা খেলার আবেদন জানায় অস্ট্রেলিয়া। শামার জোসেফ তখন মারমুখী মেজাজে ছিলেন, একবার সীমানায় তাঁর ক্যাচও ফেলেন স্যাম কনস্টাস। অন্যদিকে জাস্টিন গ্রিভস করছিলেন ধীরস্থির ব্যাটিং।

সব মিলিয়ে মনে হচ্ছিল, খেলা চতুর্থ দিনে গড়াতে পারে। তবে শামার জোসেফ স্লিপে ক্যাচ দেন, এরপরই শর্ট লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জেইডেন সিলস। এই দুই উইকেটই পড়েছে নাথান লায়নের করা দিনের সম্ভাব্য শেষ ওভারে।

এর আগে ব্যাটিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচটা নিজেদের দিকে টেনে এনেছে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট জুটিতে হেড বো ওয়েবস্টারকে নিয়ে ১০২ রানের জুটি গড়েন। ৬১ রান করেন হেড, ওয়েবস্টারের ৬৩। উইকেটকিপার অ্যালেক্স ক্যারির সংগ্রহ ৬৫ রান। এই তিন ইনিংসেই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩১০ রান তুলেছে।

প্রথম ইনিংসে তারা ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া শামার জোসেফ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এ নিয়ে ৬ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শামার জোসেফ তৃতীয়বার ৫ উইকেট পেলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে ৫টি করে উইকেট নেওয়া পঞ্চম বোলার জোসেফ। এর আগে এই কীর্তি গড়েছেন টম রিচার্ডসন, চার্লি লিউয়েলিন, ফ্যাঙ্ক ফস্টার ও ফজল মাহমুদ।

এই হারে ফিল্ডিংকে দুষছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। ম্যাচ শেষে বলেছেন, ‘ফিল্ডিংয়ে পিছিয়ে পড়েছি। সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারিনি। এ পর্যায়ে এমন ভুলের কোনো জায়গা নেই।’

চেজ আরও বলেছেন, ‘শুরুটা বল হাতে দারুণ ছিল। যদি আগে থেকেই জানতাম, তারা ১৭৮ (১৮০) রানে অলআউট হবে, চোখ বন্ধ করে মেনে নিতাম। পরিকল্পনা ছিল অন্তত ১০০ রানের লিড নেওয়ার, তা হলে ম্যাচটা আমাদের দিকে থাকত। দুর্ভাগ্যজনকভাবে, ব্যাটিং শুরুটা ভালো হয়নি।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক চেয়েছিলেন ২০০ রানের লক্ষ্য দিতে, দিয়েছেন আরও ১০০ বেশি। এটাই কামিন্সকে স্বস্তি এনে দিয়েছে। জয়ের পর কামিন্স বলেছেন, ‘অসাধারণ একটা টেস্ট ম্যাচ হয়েছে। আজকের দিনটা হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছিলাম। আমাদের লক্ষ্য ছিল ২০০ রান তোলা, তবে যেভাবে ব্যাটিং করেছি, সেটা আমাদের অনেক বেশি স্বস্তি এনে দিয়েছে।’

এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

    সংক্ষিপ্ত স্কোর :
    অস্ট্রেলিয়া : ১৮০ ও ৩১০ (ক্যারি ৬৫, ওয়েবস্টার ৬৩, হেড ৬১; শামার জোসেফ ৫/৮৭)
   ওয়েস্ট ইন্ডিজ : ১৯০ ও ১৪১ (শামার জোসেফ ৪৪, গ্রিভস ৩৮*; হ্যাজলউড ৫/৪৩)
    ফল : অস্ট্রেলিয়া জয়ী ১৫৯ রানে।
    ম্যাচসেরা : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।



ব্রিজটাউন টেস্ট তিন দিনে অস্ট্রেলিয়ার জয়

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com