
প্রিন্ট: ২৭ জুলাই ২০২৫, ০৪:০৯ এএম
গোপনে সিনেমায় অভিনয় করেছিলেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম

ছবি- সংগৃহীত
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই অভিনয় মুক্তি পায়নি।
এক যুগ আগে নির্মাতা ও প্রযোজক রাজিবুল হোসেন ‘সব কিছু পেছন ফেলে’ নামের একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন, যেখানে পাঁচ তরুণ-তরুণীর জীবনের গল্প তুলে ধরা হচ্ছিল। এই সিনেমায় অতিথি চরিত্রে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের অংশ নেওয়ার কথা ছিল, এবং কক্সবাজারে একটি দৃশ্যের শুটিংয়েও তিনি অংশ নেন।
তবে এই শুটিংয়ের খবর প্রকাশের পরপরই সাকিব সংবাদ মাধ্যমে অস্বীকার করেন যে তিনি সিনেমাটির সঙ্গে যুক্ত ছিলেন। এর ফলে প্রজেক্টটি চাপে পড়ে এবং বন্ধ হয়ে যায়। পরিচালক দাবি করেন—তিনি প্রমাণসহ বলতে পারেন যে সাকিব ক্যামেরার সামনে অভিনয় করেছেন এবং দৃশ্যধারণের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। কিন্তু তার অস্বীকৃতির কারণে পুরো পরিকল্পনা অনিশ্চয়তায় পড়ে।
স্পন্সরশিপ ও চুক্তির প্রেক্ষাপট সিনেমাটির অর্থায়ন করেছিল ফুজিফিল্ম বাংলাদেশ, যাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন সাকিব। নির্মাতার ভাষ্য অনুযায়ী, তাদের সঙ্গে করা চুক্তির আওতায় সিনেমার জন্য সাকিবকে সময় দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। সেই আলোচনার ভিত্তিতেই তিনি শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
প্রজেক্ট বন্ধের নেপথ্য কারণ পরিচালক জানান, প্রথম পর্যায়ের দৃশ্যধারণের পর যখন সংবাদে সাকিবের অভিনয়ের বিষয়টি আসে, তখন তিনি বিষয়টি অস্বীকার করেন। নির্মাতা বলেন, “আমি চাইলে তাকে ছাড়াও সিনেমা শেষ করতে পারতাম, কিন্তু অসম্পূর্ণ সত্য নিয়ে পূর্ণাঙ্গ শিল্পকর্ম তৈরি করা আমার নীতির সঙ্গে যায় না।” ফলে, ৬৫ লাখ টাকা ক্ষতিসহ সিনেমার কাজ বন্ধ করে দিতে বাধ্য হন।
এখন কেন এই অভিযোগ? এত দিন পর মুখ খুলেছেন কেন—এ প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, “তখন সাকিবের আচরণ ছিল অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন। আমি এখন বিষয়টি প্রকাশ করছি, যাতে সবাই প্রকৃত কারণ জানে—এটা কোনো প্রযোজনা দুর্বলতা ছিল না, বরং একজন তারকার অনভিপ্রেত সিদ্ধান্তের ফল।”
আরএস/