Logo
Logo
×

খেলা

র‌্যাঙ্কিংয়ে মুশফিকের ১১ ও শান্তর ২১ লাফ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

র‌্যাঙ্কিংয়ে মুশফিকের ১১ ও শান্তর ২১ লাফ

ছবি - মুশফিক ও শান্ত

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন গল টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুই ইনিংসে সেঞ্চুরি করা শান্ত ২১ ধাপ এগিয়েছেন। গলে প্রথম ইনিংসে সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেললেও তিন ধাপ পিছিয়েছেন লিটন দাস।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। তিনি ১১ ধাপ এগিয়ে ২৮তম অবস্থানে উঠে এসেছেন। মুশফিক গলে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলেন। তার আগের ১৩ ইনিংসে ফিফটিও ছিল না তার। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেছিলেন তিনি।

নাজমুল শান্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিকের ঠিক পরেই আছেন। তার বর্তমান অবস্থান ২৯। গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার জোড়া সেঞ্চুরির পুরস্কার হিসেবে ২১ ধাপ এগিয়েছেন তিনি।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে এরপর আছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিনি তিন ধাপ পিছিয়ে ৪০তম অবস্থানে নেমে গেছেন। মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১তে। গল টেস্টে ৮৭ রানের ইনিংস খেললেও লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস দুই ধাপ পিছিয়ে নয়ে নেমে গেছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১৮৭ রান করে শান্তর মতো ২১ ধাপ এগিয়েছেন পাথুম নিশাঙ্কা।

হেডিংলি টেস্টে ভারতের রেকর্ড রান তাড়া করে জয় পাওয়া ইংলিশ ব্যাটাররা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে আটে উঠেছেন। ওলি পোপ তিন ধাপ উন্নতি করে ১৯ নম্বরে আছেন। জেমি স্মিথ এগিয়েছেন আট ধাপ। তিনি আছেন ২৭ এ।

দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া ঋষভ পান্ত টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে আছে। শুভমান গিল পাঁচ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ২০তম অবস্থানে। হেডিংলিতে সেঞ্চুরি করা কেএল রাহুল ১০ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে এসেছেন।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে আছেন ওয়ানডে নেতৃত্বভার পাওয়া তরুণ ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। চারে ভারতের জশস্বী জয়সোয়াল ও পাঁচে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। 



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন