
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০১:৪০ এএম
সাকিবকে টপকে গেলেন মুমিনুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০১:৫৯ পিএম

ছবি- সংগৃহীত
কলম্বো টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২১ রান করেও এক বড় রেকর্ড গড়েছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে এই ইনিংসেই দেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হিসেবে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন তিনি।
এ ম্যাচ শুরুর আগে মুমিনুলের রান ছিল ৪৬০৩, আর সাকিবের সংগ্রহ ৪৬০৯। কলম্বোতে ব্যাটিংয়ে নেমে ২১ রান তুলতেই সাকিবকে পেছনে ফেলে দেন মুমিনুল। যদিও তাকে এ পথে খেলতে হয়েছে ছয় ইনিংস বেশি—সাকিবের ৭১ টেস্টের তুলনায় মুমিনুল খেলেছেন ৭৪টি টেস্ট (এই টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত)। এখন পর্যন্ত তার মোট রান দাঁড়িয়েছে ৪৬২৪।
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মুমিনুল এখন তিন নম্বরে। তালিকার দুই নম্বরে থাকা তামিম ইকবাল ৭০ টেস্টে করেছেন ৫১৩৪ রান। শীর্ষে আছেন ‘মিস্টার ডিপেন্ডঅ্যাবল’ খ্যাত মুশফিকুর রহিম—৬২৬৭ রান নিয়ে তিনিই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটার।
তবে রেকর্ডের উজ্জ্বল আলোয় থাকা মুমিনুল সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত হতেই পারেন। গল টেস্টের প্রথম ইনিংসে ২৯, দ্বিতীয় ইনিংসে ১৪, আর কলম্বো টেস্টে ২১ রান করে আউট হয়েছেন। চলতি বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন তিনি। আর সর্বশেষ সেঞ্চুরি ছিল গত বছর ভারতের বিপক্ষে কানপুরে।
রান করার সুযোগ কাজে লাগাতে না পারলেও, পরিসংখ্যানে নিজের অবস্থান খানিকটা দৃঢ় করেছেন মুমিনুল।