
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম
হেডিংলি টেস্ট : ইংল্যান্ড ৪৬৫, দ্বিতীয় ইনিংসে ভারত ৮২/২

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:১০ এএম

ছবি -সংগৃহীত
ভারতীয়রা করেছিল তিনটি সেঞ্চুরি। জবাবে ইংল্যান্ড করেছে ১টি সেঞ্চুরি। তবে, ভারতীয়দের সঙ্গে সমানভাবেই পাল্লা দিয়েছে ইংলিশরা। লিডসের হেডিংলিতে তবুও প্রথম ইনিংসে লিড নিয়েছে ভারত। তাও মাত্র ৬ রানের।
প্রথম ইনিংসে ভারতের করা ৪৭১ রানে জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ৪৬৫ রানে। ফলে মাত্র ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করছে ভারত।
ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং করলেন। একাই নিলেন ৫ উইকেট। বাকি ৫ উইকেটও নিলেন পেসাররা। তিনটি প্রাসিদ কৃষ্ণা ও ২টি নেন মোহাম্মদ সিরাজ।
ইংলিশ ব্যাটার ওলি পোপ সেঞ্চুরি করেন। তিনি আউট হন ১০৬ রান করে। ৬২ রান করেন বেন ডাকেট। হ্যারি ব্রুকের জন্য আফসোস। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। তিনি আউট হন ৯৯ রান করে। জেমি স্মিথের ব্যাট থেকে এসেছে ৪০ রান। ৩৮ রান করেন ক্রিস ওকস এবং ২৮ রান করেন জো রুট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের রান ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২। জয়সওয়াল আউট হন ৪ রানে এবং সাই সুদর্শন আউট হন ৩০ রান করে। লোকেশ রাহুল ব্যাট করছেন ৪৬ রানে। লিড দাঁড়িয়েছে ৮৮ রানের।