
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৪১ এএম
শেষ টেস্ট খেলতে শান্ত-লিটনরা কলম্বোতে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

ছবি- সংগৃহীত
গল টেস্টে ৪০৪ ওভারের দীর্ঘ লড়াই শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচটি ড্র হয়েছে।
বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন—তিনি প্রথম বাংলাদেশি অধিনায়ক যিনি এক টেস্টে দুই ইনিংসে শতক করলেন। তবে শেষ দিনে বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হওয়ায় এবং রক্ষণাত্মক কৌশলের কারণে বাংলাদেশ জয়ের সুযোগ হাতছাড়া করে।
এখন দুই দলই কলম্বোতে পৌঁছেছে, যেখানে ২৫ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ, যিনি গল টেস্টে অসুস্থতার কারণে খেলতে পারেননি।
শান্ত জানিয়েছেন, কলম্বোর কন্ডিশন ভিন্ন হবে এবং সেই অনুযায়ী দল গঠন করা হবে। মুশফিকুর রহিম ছাড়া দলের কারও ওই মাঠে খেলার অভিজ্ঞতা নেই, তাই নতুন কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই হবে চ্যালেঞ্জ।
আরএস/