
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৫:০৩ এএম
ইয়ামালকে নিয়ে পর্ন তারকার বিস্ফোরক দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

ছবি- সংগৃহীত
ফুটবলার লামিনে ইয়ামাল ইতোমধ্যেই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে সাফল্যের স্বাক্ষর রেখে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। অল্প বয়সেই তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন ইয়ামাল। এবার পর্ন তারকার সাথে নাম জড়িয়েছে ইয়ামালের।
সাবেক পর্ন তারকা ক্লদিও বাভেলের সঙ্গেও ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। তবে ইয়ামাল দাবি করেছিলেন, বাভেল তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। তাদের কখনো কোথাও দেখা হয়নি।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক পর্ন তারকা বাভেল। তিনি দাবি করেছেন, ইয়ামালই হাজার হাজার বার্তা পাঠিয়ে তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিল। বাসায় ডেকেছিল। কিন্তু তার বয়স কম হওয়ায় তিনি সাড়া দেননি। ইয়ামালের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার দেখা হয়েছে বলেও দাবি করেছেন বাভেল।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে বাভেল লিখেছেন , ‘প্রথমত, এটা নিয়ে আমি কখনো কথা বলতেই চাইনি। কিন্তু ইয়ামাল যেহেতু বলেই ফেলেছে, কিছু বিষয় পরিষ্কার করা দরকার। সে দাবি করেছে, বাবা-মায়ের সঙ্গে থাকে। আসলে সে একা থাকে। সে বলেছে, আমার প্রস্তাব নাকচ করেছে। অথচ সেই আমাকে বারবার দেখা করার জন্য খোঁচাখুঁচি করত।
ক্যারিয়ারের ঊষালগ্নেই মাঠের বাইরের এসব বিতর্ক রীতিমত জেঁকে ধরেছে ইয়ামালকে। তরুণ বয়সে সাফল্য পাওয়া অনেক খেলোয়াড়ের মতো, ইয়ামালও এখন শিখছেন খ্যাতির চাপে কীভাবে ভারসাম্য রক্ষা করতে হয়।