
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
শান্তর সেঞ্চুরিতে লঙ্কানদের ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

ছবি - সেঞ্চুরির পর নাজমুল
টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কিছুক্ষণ পরে বাংলাদেশের ইনিংস ঘোষণা করেছেন নাজমুল হোসেন শান্ত। ৬ উইকেটে ২৮৫ রানের পর এই সিদ্ধান্ত নেন অধিনায়ক। সফরকারীদের লিড ২৯৫ রানের। স্বাগতিকদের ২৯৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দিনের খেলা বাকি প্রায় ৩৭ ওভার। ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাজমুল। অন্যপ্রান্তে ২৩ বলে ৭ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১০২ রানে ৩ উইকেট নেন লঙ্কান স্পিনার থারিন্দু রত্নায়েকে।
প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার নাজমুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এছাড়াও বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।