
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৫:৩৯ এএম
বৃষ্টির পর খেলা শুরু : লিটন অউট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৩:১৫ পিএম

ছবি -সংগৃহীত
বৃষ্টিতে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হতেই বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন লিটন। মাত্র ৫ বল খেলে ৩ রান করেন এই উইকেটকিপার কাম ব্যাটার। ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলী। নাজমুল ৯০ রানে অপরাজিত। ৭৭ ওভার শেষে বাংলাদেশের রান ২৪১। লিড ২৫১ রানের।
এর আগে গল টেস্টের পঞ্চম দিন ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। ফিফটি থেকে এক রান দূরে থাকতেই রান আউট হয়ে ফেরেন মুশফিক। তার আউটে ভাঙে ১০৯ রানের জুটি।