Logo
Logo
×

খেলা

রোহিত-কোহলির যোগ্য উত্তরসূরি : রেকর্ড দিয়ে শুরু জয়সওয়াল-গিলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১০:৪৫ এএম

রোহিত-কোহলির  যোগ্য উত্তরসূরি : রেকর্ড দিয়ে শুরু জয়সওয়াল-গিলের

ছবি - গিলের সেঞ্চুরি উদযাপন

রোহিত শর্মা আর বিরাট কোহলি নেই। ভারতের টেস্ট ক্রিকেট নতুন যুগে পা রেখেছে। যে যুগের শুরুতেই জশস্বী জয়সওয়াল-শুভমান গিলরা রেকর্ড গড়ে বুঝিয়ে দিলেন, রোহিত-কোহলির যোগ্য উত্তরসূরি পেয়ে গেছে ভারত।

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ভারতের দাপট। জয়সওয়াল আর শুভমান জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারী দল।

ব্রাইডন কার্সের বল হালকা হাতে পয়েন্ট অঞ্চলে খেলে সিঙ্গেল নেওয়ার সময়ই হেলমেট খুলে ফেললেন জয়সওয়াল। অপর প্রান্তে পৌঁছে মারলেন এক বিরাট লাফ। কিছুক্ষণ আগেও পায়ের টানে সমস্যা হচ্ছিল। তখন যেন সব ব্যথা উধাও। হবেই বা না কেন?

জয়সওয়ালই ভারতের একমাত্র ওপেনার যিনি হেডিংলের মাঠে শতরান করেছেন। শেষ পর্যন্ত ১৫৯ বলে ১৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ১০১ রান করে সাজঘরে ফেরেন এই তরুণ। এর পরের গল্পটা শুভমান গিলের।

চতুর্থ উইকেটে রিশাভ পান্তকে নিয়ে ১৩২ রানের জুটিতে অবিচ্ছিন্ন ভারতীয় অধিনায়ক। পান্ত ৬৫ আর গিল অপরাজিত ১২৭ রানে। এখন পর্যন্ত ইনিংসে ১৬টি চার আর একটি ছক্কা হাঁকিয়েছেন গিল।

এর আগে ইংল্যান্ডের মাটিতে চারটি টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন গিল। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই হাঁকালেন সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে আবার রেকর্ড গড়ে তিনি বসেছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির সঙ্গে। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে গিলের আগে সেঞ্চুরি করেছিলেন এই চারজন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন