
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৬:৪০ পিএম
ফ্রি-কিকে ক্লাব বিশ্বকাপে মেসির বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

ছবি- সংগৃহীত
ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ৩২-দলীয় সংস্করণে চতুর্থবারের মতো অংশ নিয়ে ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে শক্তিশালী পোর্তোকে ২-১ গোলে হারায় তার দল। ম্যাচের জয়সূচক গোলটি আসে মেসির জাদুকরী বাঁ পায়ের ফ্রি-কিক থেকে, যা শুধু জয়ই এনে দেয়নি, ভেঙে দিয়েছে বহুদিন ধরে চলে আসা একটি বড় রেকর্ডও।
এই গোলের মাধ্যমে মেসি ফিফার সকল টুর্নামেন্ট মিলিয়ে ২৫তম গোলের মালিক বনে যান, যা তাকে সর্বোচ্চ গোলদাতার একক অবস্থানে পৌঁছে দিয়েছে। এতদিন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ যুব বিশ্বকাপে নিজের প্রথম ফিফা গোল করার পর পেরিয়ে গেছে ২০ বছর। আর ৩৭ বছর বয়সে এসে এখন তিনি অতীতকে ছাড়িয়ে ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই ম্যাচে করা গোলটি ছিল তার ক্যারিয়ারের ৬৮তম ফ্রি-কিক গোল—এই তালিকায় তিনি এখন কেবল পেলের (৭০) ও জুনিনহো পার্নামবুকানোর (৭৭) নিচে।
ইন্টার মায়ামির হয়ে মাত্র ৬১ ম্যাচে মেসির গোল করেছেন ৫০টি।
আরএস/