
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম
গল টেস্ট : ফিরলেন মুমিনুল, চা-বিরতিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

ছবি - সাজঘরে ফিরছেন মুমিনুল
সুইপ খেলেছিলেন। বলটা ব্যাটের ছোঁয়া পেয়ে লেগে গেল হেলমেটে। উঠে গেল ওপরে। মুমিনুল হক ফিরলেন দুর্ভাগ্য নিয়ে। চা-বিরতির ঠিক আগে মুমিনুলের এমন আউটে হতাশা বাংলাদেশ শিবিরে।
যদিও লিড বাড়াচ্ছে টাইগাররা। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে গেছে। লিড ৭৫ রানের। সাদমান ইসলাম ৪৪ আর নাজমুল হোসেন শান্ত ২ রানে অপরাজিত আছেন।