
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
এবার ৪ রানে ফিরে গেলেন বিজয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৩:২৩ পিএম

ছবি -সংগৃহীত
গল টেস্টের প্রথম ইনিংসে ডাক (১০ বলে ০) মেরেছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন ডানহাতি এ ব্যাটার। এবার ২০ বল খেলে বিজয় আউট হলেন ৪ রানে।
১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে লঙ্কান অর্থোডক্স স্পিনার প্রবাত জয়সুরিয়ার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হন বিজয়। প্রথম ইনিংসে পেসার আসিথা ফার্নান্ডোর বলে উইকেট বিলিয়ে দিয়েছিলেন তিনি।
এ সময় টাইগারদের সংগ্রহ ১০ ওভারের খেলা শেষে ১ উইকেটে ২৮ রান। সাদমান ইসলাম ২৩ আর মুমিনুল হক ০ রানে অপরাজিত। টাইগারদের লিড এখন ৩৮ রানের।