
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম
দল টেস্ট : নাঈমের ৫ উইকেট, লিড পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০২:২২ পিএম

ছবি - নাঈম হাসান
নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৯৫ রানের শক্ত জবাব দিচ্ছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষবেলায় ডাবল সেঞ্চুরির পথে থাকা পাথুম নিশাঙ্কাকে তুলে নিয়ে লাগামে টান দেয় বাংলাদেশ। চতুর্থ দিন সকালে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস ফিরলেও কামিন্দু মেন্ডিসে লিডের পথে ছিল স্বাগতিকরা। কিন্তু দিনের দ্বিতীয় সেশনের শুরুতে তাদের আউট করে ১০ রানে লিড নিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা ১২৪ ওভারে ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল। বাংলাদেশের চেয়ে ৩০ রানে পিছিয়ে ছিল। কামিন্দু মেন্ডিস ৮৩ রানে অপরাজিত ছিলেন। ওই মেন্ডিস ৮৭ রানে ফেরেন। শ্রীলঙ্কা ৪৮৫ রানে অলআউট হয়। অর্থাৎ লাঞ্চের পর ২০ রান যোগ করে ৪ উইকেট হারিয়েছে তারা।
বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান ৫ উইকেট তুলে নিয়েছেন। লাঞ্চের পরে লঙ্কানদের হারানো ৪ উইকেটের তিনটিই নিয়েছেন তিনি।
চতুর্থ দিন সকালে লঙ্কান অধিনায়ককে তুলে নেন নাঈম হাসান। তিনি ২ রান যোগ করতে পারেন। পরেই হাসান মাহমুদ কুশল মেন্ডিসকে আউট করেন। তিনি ৫ রান করেন।