
প্রিন্ট: ৩০ জুলাই ২০২৫, ০৮:৩১ এএম
লিডের পথে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০১:৫২ পিএম
-6855133aa236b.jpg)
ছবি-সংগৃহীত
লিডের পথে শ্রীলঙ্কা,বাংলাদেশ আশা দেখিয়েও হতাশার দিকে আগাচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। বাংলাদেশ দিনের শুরুতে জোড়া উইকেট তুলে দারুণ কিছুর আশা জাগিয়েছিল । তবে সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে আশা, রূপ নিয়েছে হতাশার।
চতুর্থ দিনের প্রথম সেশনটাও গেছে শ্রীলঙ্কার অনুকূলে। মাত্র ৯ রানের ভেতর ২ উইকেট হারালেও তা থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকেরা। চতুর্থ দিনের প্রথম সেশনে যোগ করেছে ৯৭ রান।
সব মিলিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। শতকের দিকে ছুটছেন কামিন্দু মেন্ডিস, দারুণ খেলছেন মিলন রত্নানায়েকেও। লিড নিতে তাদের চাই আর মাত্র ৩০ রান।
৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে শুক্রবার গল টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনঞ্জয়া ডি সিলভা মাঠে আসেন ১৭ রানে। তবে মাত্র ৯ রান যোগ হতেই এদিন পঞ্চম উইকেট হারায় স্বাগতিকেরা।
৩৬ বলে ১৯ রানে ফেরেন ধনঞ্জয়া। নাইম হাসানের শিকার তিনি। সাত নম্বরে মাঠে এসে সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিসও, ১৭ বলে ৫ করে হাসান মাহমুদের শিকার হোন।
৩৮৬ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। আশা দেখতে থাকে বাংলাদেশ। তবে সেই আশায় পানি ঢেলে দিয়েছে কামিন্দু-মিলন জুটি। দু’জনে মিলে সপ্তম উইকেট জুটিতে ভোগাচ্ছেন তাইজুলদের।
ফিফটি তুলে নিয়ে কামিন্দু রান বাড়াচ্ছেন গতির সাথে। আছেন সেঞ্চুরির পথেই। ১৩৯ বলে ৮৩ রানে ব্যাট করছেন তিনি। মিলন রত্নানায়েক ব্যাট করছেন ৭৬ বলে ৩৮ রানে। দুজনে গড়েছেন ৭৯ রানের জুটি।
ফলে সেশনটা বাংলাদেশ শেষ করেছে বেশ ব্যাকফুটে থেকে। একই সাথে বেড়েছে বড় লিডের যাতাকলে চাপা পড়ার সম্ভাবনাও।