
প্রিন্ট: ০১ আগস্ট ২০২৫, ০৪:২৪ এএম
১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:০২ পিএম

ছবি- সংগৃহীত
ফুটবলের বিশ্বের তরুণ সেনসেশান স্পেনের ফুটবলার লামিনে ইয়ামাল খেলেন বার্সেলোনায়। মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার হয়ে নজরকাড়া পারফরম্যান্সে যিনি জায়গা করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মনে। এবার সেই ইয়ামাল প্রেমের গুঞ্জনে শিরোনামে। ১৭ বছর বয়সী ইয়ামাল ৩০ বছর বয়সী স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার ফাতি ভাজকেজের সঙ্গে প্রেম করছেন।
এদিকে নতুন মৌসুম শুরুর আগে অবকাশ যাপনের ছবি প্রকাশ করেই বিপাকে পড়েছেন ইয়ামাল। ছুটি কাটাতে ইয়ামাল আছেন ইতালিতে। সেখানকার একটি ছবিতে দেখা যায় একটি সুইমিংপুলের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন তিনি।
এদিকে স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানের ক্রু ফাতি ভাজকেজও একটি ছবি দিয়েছেন নিজের ইস্নটাগ্রামে। দুজনের ছবি যে একই রিসোর্টের একই সুইমিংপুলের তা বুঝতে বাকি থাকে না কারোরই। এরপর দুইয়ে দুইয়ে চার মেলান নেটিজেনরা।
জানা গেছে, ১৭ বছর বয়সী ইয়ামাল আর ৩০ বছর বয়সী ভাজকেজ ইতালির একই স্থানে অবস্থান করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইয়ামাল ও ফাতি একসঙ্গে স্পিড বোট নিয়ে ঘুরছেন। স্পিডবোট চালাচ্ছেন ইয়ামাল আর পেছনে বসে তাকে জড়িয়ে ধরে আছেন ফাতি। এ থেকেও নেটিজেনরা ধারণা করেন যে এ দুজন ভালোবাসায় মজে আছেন।
তবে ইয়ামালের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে , ফাতির সঙ্গে প্রেমের সম্পর্কে নেই ইয়ামাল। ইতালিতে ইয়ামালের সাথে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থ আছে। ইয়ামালের সঙ্গে ফাতির কোনো সম্পর্ক নেই।
এদিকে ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই নিয়মিত হুমকি পাচ্ছেন ফাতি।এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করা ফাতি একজন ইনফ্লুয়েন্সারও। ইউটিউবে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে ফাতির। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪ লাখ, টিকটকে ৩ লাখ ২০ হাজারের বেশি।