
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম
গল টেস্ট : শুরুর জুটি ভাঙলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৪৭ এএম

ছবি -সংগৃহীত
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে ভালো শুরুটা বড় করতে পারলেন না লাহিরু উদারা। চমৎকার ফ্লাইটেড ডেলিভারিতে তাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙলেন তাইজুল ইসলাম।
বাঁহাতি স্পিনারের লেগ মিডল স্টাম্পের ডেলিভারি লেগে ঘুরাতে চেয়েছিলেন ব্যাটসম্যান। কিন্তু শট খেলে ফেলন আগেভাগে, ফিরতি ক্যাচ যায় বোলারের হাতে। ভাঙে ৭৫ বল স্থায়ী ৪৭ রানের জুটি।
৩৪ বলে ছয় চারে ২৯ রান করেন উদারা।
১৩ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫২। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী দিনেশ চান্দিমাল।