Logo
Logo
×

খেলা

দেশে ফিরেই সভা ডাকলেন বিসিবিপ্রধান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫০ এএম

দেশে ফিরেই সভা ডাকলেন বিসিবিপ্রধান

ছবি- সংগৃহীত

কথা ছিল আগামী সপ্তাহে দেশে ফিরবেন। কিন্তু তার কয়েকদিন আগেই ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু দেশেই ফেরেননি, ঢাকার মাটিতে পা রাখার ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড পরিচালক পর্ষদের সভাও ডেকেছেন নতুন বিসিবিপ্রধান।

অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ পালনের পর আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম। সেখানে আইসিসিতে পুরোনো চাকরি সংক্রান্ত কাজ ছিল তার। তা চুকিয়েই ব্যস্ত সময় কেটেছে। সেখানে থাকাকালে গেল শনিবার তিনি জানান, আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা। কিন্তু নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই চলে এসেছেন আমিনুল ইসলাম।

আগেভাগে দেশে ফেরার কারণও জানা গেছে। আগামী ২৬ জুন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী বা ২৫ বছর পূর্তি। দিনটিকে স্মরণীয় করে রাখতে কিছু পরিকল্পনা আছে আমিনুল ইসলামের। বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করে সেই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই মূলত আজ বৃহস্পতিবারের বোর্ডসভা। জানা গেছে, বিকেল ৩ টায় বোর্ডসভা শুরু হবে।

রজতজয়ন্তীর আয়োজনটা কেমন হবে, তা বোর্ডসভায় আলোচনার পর চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে বুলবুল জানান, টেস্ট মর্যাদা পাওয়ার সময় দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, নানা কর্মকাণ্ডে জড়িত সবাইকে সম্মান ও মূল্যায়ন করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী ওই সময়ের ক্রিকেটীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ক্রিকেটার, প্রশিক্ষক, সংগঠক, পৃষ্টপোষক ও সাংবাদিকদের বিশেষভাবে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে বুলবুলের।

পুরো রজতজয়ন্তীতে আসলে কী কী হবে, অনুষ্ঠান কীভাবে সাজানো হবে- তার রূপরেখা চূড়ান্ত হবে আজ। বিসিবি সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, সে সিদ্ধান্ত ও রজতজয়ন্তী অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে সব জানানো হবে। সেটা আগামী দু'একদিনের মধ্যেই হবে বলে আশা করা হচ্ছে।

২৫ বছর আগে দেশের ক্রিকেট অগ্রযাত্রার স্বপ্ন-সারথীদের তালিকা করে তাদের সংবর্ধনা ও সম্মাননা জানানোর খবরে অনেকেই পুলকিত। সবার এককথা, এটা খুব ভালো উদ্যোগ। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময় ও অংশে যারা কাজ করেছেন, ক্রিকেটের উত্তরণে কার্যকর ভূমিকা রেখেছেন, তাদের সম্মাননা জানানো হবে খুবই ভালো কাজ।

পাশাপাশি কিছু প্রশ্নও উঠেছে। তা হলো দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২৫ বছর আগে বোর্ডের সঙ্গে জড়িত ক্রিকেটার, কোচ, সংগঠক, পৃষ্টপোষকদের সবাইকে একমঞ্চে ওঠানো সম্ভব? সাবেক বিসিবি সাধারণ সম্পাদক ও এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক ছাড়া টেস্ট মর্যাদা পাওয়ার পেছনে যার ভূমিকা ছিল, সেই সাবের হোসেন চৌধুরী এবং প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে কি মঞ্চে ডাকা সম্ভব হবে?

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন