
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৭:২৮ এএম
হায়- রে সাকিব ভাই

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
-6852d857c278a.jpg)
ছবি-সংগৃহীত
সাকিব বাংলাদেশের হয়ে আর খেলতে পারবেন কি না তা কেউ বলতে পারছেন না এই মুহূর্তে। কারণ তিনি এখন দেশের বাইরে পলাতক জীবন-যাপন করছেন। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো অনিশ্চয়তায় রয়েছে।
সাকিব আল হাসানকে মাঠে দেখার সুযোগ পাওয়া যায় শুধু বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা এই অলরাউন্ডারকে দেখা যাবে এ বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)।
আজ সিপিএলের এক্স পেজ থেকে জানানো হয়েছে, অ্যান্টিগা ও অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব।
এই টুর্নামেন্টে একটি বড় সুখস্মৃতিও আছে সাকিবের। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস হয়ে ট্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সেটি সাকিবের ক্যারিয়ারের তো বটেই, সিপিএলেও এখন পর্যন্ত সেরা বোলিং।
সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন সাকিব। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াস এবং সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। দুই মৌসুম পর আবার সিপিএলে দেখা যাবে সাকিবকে।
তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারটা অভিজ্ঞতায় ঠাসা সাকিবের। বিশ্বের সবগুলো বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন। সবমিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ৪৪৭ ম্যাচ খেলে ৭৪৩৮ রানের সঙ্গে ৪৯৩ রান করেছেন এই ব্যাটসম্যান।
সিপিএলের ১৩তম আসর শুরু আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সূত্র প্রথম আলো