
প্রিন্ট: ২৮ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম
গিলক্রিস্টের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন মুশফিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি- সংগৃহীত
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রতিটি ইনিংসই মুশফিকের কাছে অনন্য-আজ যুক্ত হলো আরেকটি রেকর্ড!
মুশফিকুর রহিম বলেছিলেন, এখন ক্যারিয়ারের যে অবস্থানে আছেন, প্রতিটি ইনিংস তার কাছে বিশেষ হয়ে উঠছে। গলে আজ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দোর বলে স্কয়ার কাট করে নেওয়া এক রানেই ইতিহাস গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে রানসংখ্যায় ছুঁয়ে ফেলেন অ্যাডাম গিলক্রিস্টকে—অবশেষে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যান এক রানে, মুশফিকের রান দাঁড়ায় ১৫৪৬২।
গিলক্রিস্টের মতো মুশফিকও কখনোই বল হাতে নেননি—এ দুই ব্যাটারের অনন্যতা এখানেই। বোলিং না করেও আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এতদিন ছিল গিলক্রিস্টের দখলে। আজ সেই রেকর্ড নতুনভাবে জ্বলজ্বল করছে একজন বাংলাদেশির নামে।
তবে মুশফিক এখানেই থেমে থাকেননি। প্রথম সেশনের শেষ পর্যন্ত নিজের রান বাড়িয়ে নিয়েছেন ১৪১-এ। এখন গলে রানের সমুদ্রে অবগাহনের অপেক্ষা।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের জন্য এটি শুধুই আরেকটি ইনিংস নয়, বরং এক মহাকাব্যের নতুন অধ্যায়।
আরএস/