
প্রিন্ট: ৩১ জুলাই ২০২৫, ০৬:৩৪ এএম
বৃষ্টিতে খেলা বন্ধ: বাংলাদেশের সংগ্রহ ৪২৩/৪

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০২:৫৫ পিএম

আলোকস্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। একটু পরে নামে বৃষ্টি। ১৩০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৩ রান। জুটির সংগ্রহ ১১৪ রান। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত।
মিলান রাত্নায়েকের ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মুশফিকুর রহিম। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে তাতে সাড়া দিলেন না আম্পায়ার।
সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন ধানাঞ্জায়া ডি সিলভা। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ 'আম্পায়ার্স কল।' তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিপদ ঘটেনি ১৫৯ রানে থাকা মুশফিকের।